জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও জমিয়ত স্বাধীনতাকামী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। বাংলাদেশের কোনো মায়ের সন্তান জমিয়তকে তকমা দিয়ে কালারিং করার সাহস দেখাতে পারবে না।
সুনামগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) খুনিদের বিচার দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী।
গত শুক্রবার ভোরে শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার লাগোয়া শ্যামনগর গ্রামের পাশে বয়ে যাওয়া শাখা সুরমা নদীতে স্থানীয় লোকজন ভাসমান একটি লাশ দেখতে পান। লাশটি মোস্তাক গাজীনগরীর সন্দেহ হলে তার পরিবারকে জানানো হয়। পরে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে গাজীনগরীর লাশটি শনাক্ত করেন।